*নিজম্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
ভিটামিন “এ”খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই শ্লোগান কে সামনে রেখে আজ বিকেল ২ টায় নেত্রকোণা জেলা সিভিল সার্জনের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন – ১৫ মার্চ ২০২৫ উপলক্ষ্যে
প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডাঃ গোলাম মৌল’র সভাপতিত্বে ও ডাঃ রাব্বি’র সঞ্চালনায় প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক, শ্যামলেন্দু পাল,সাবেক সম্পাদক ও সদস্য সচিব ম, কিবরিয়া চৌধুরী হেলিম। স্বাগত বক্তব্যে সিভিল সার্জন ডাঃ গোলাম মৌলা বলেন , বাংলাদেশে ভিটামিন “এ” এর অভাব জনিত রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও সকলের সার্বিক সহযোগিতায় সফলভাবে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৫ মার্চ ২০২৫
সারা দেশে দিনব্যাপী নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্র সমূহে ভিটামিন “এ” এর অভাবজনিত রোগ প্রতিরোধে ৬-১১ মাসের সকল শিশুকে (১লাখ আই ইউ)১টি নীল রঙের ভিটামিন “এ”ক্যাপসুল এবং ১২-১৫ মাসের সকল শিশুকে (২লাখ আই ইউ) ১টি লাল রঙের ভিটামিন “এ”ক্যাপসুল খাওয়ানো হবে। নেত্রকোণা জেলায় ১৫ মার্চ ২০২৫ তারিখ দিনব্যাপী শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় সর্বমোট ২১০৮ টি কেন্দ্রে এই টিকাদান দেওয়া হবে। নেত্রকোণা জেলার মোট আয়তন ২৮৪১.৩৯ বর্গ কিলোমিটার, ১০টি উপজেলার মোট ২৩,২৪৮৫৬ (B,B,S-২০২২ ) জনসংখ্যার মধ্যে অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে ২০৯৭ আর স্থায়ী কেন্দ্র হল ১১টি । ৬-১১ মাসের ৪৩,৫০০ জন শিশু ও ১২-৫৯ মাসের ৩,৬০,৫০০ জন শিশু কে টিকা দেওয়া হবে।
আমাদের আগামী প্রজন্ম তথা দেশের উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান সিভিল সার্জন ডাঃ গোলাম মৌলা । প্রেস ব্রিফিংয়ে জ্যেষ্ঠ সাংবাদিক খলিলুর রহমান ইকবাল শেখ, সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক কামাল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নেত্রকোণা জেলার সভাপতি সাংবাদিক ও কবি সৈয়দ সময়, সাংবাদিক ও কবি ইয়াসিনুর রহমান,
সাংবাদিক আনিসুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।