নেত্রকোনা থেকে দ্বীপক চন্দ্র সরকার : নেত্রকোণায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাউল কবি রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাউল মেলা অনুষ্ঠিত হয়েছে। বাউল রশিদ উদ্দিন একাডেমি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই বাউল মেলার আয়োজন করা হয়। গত মঙ্গলবার দুই দিনব্যাপী নেত্রকোণা শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুল মাঠে এই বাউল মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষ্যে নেত্রকোণা পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য হাবিবা রহমান খান, প্রফেসর ননী গোপাল সরকার, অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, মোজাম্মেল হোসেন টুকুসহ অন্যরা।
মেলা মঞ্চে দুইদিন দেশের বিভিন্নস্থানের প্রখ্যাত বাউলেরা তাদের বাউল গান পরিবেশনা করেন। মেলায় বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যসহ নানা পণ্যের দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। শীতের মৃদু শৈত্য প্রবাহের মাঝেও হাজারো দর্শক মেলায় বাউলগান উপভোগ করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ