দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ও ১০নং রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ—নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোছাঃ হোসনে আরা জানায়, মঙ্গলবার ছিল নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ—নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ—নির্বাচনে ৪ জন ও সিংহের বাংলা ইউনিয়নে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। রৌহা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, হাজি মোঃ আব্দুল হাই।ফরিদা ইয়াসমিন। শফিকুল ইসলাম বাতেন, মোঃ মুখলেছুর রহমান,ও সিংহের বাংলা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, আসমা সুলতানা। হাবিবুল মোস্তফা সবুজ, মোঃ আবুল হারেছ, আরিফ খান, মোঃ খায়রুল ইসলাম ও মোফাক্কারুল হুসেন মিলন। তিনি আরো জানান, আগামী ১৫ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাচাই, ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুমন ও পরদিন ৯ অক্টোবর রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করায় এই দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ—নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ