স্টাফ রিপোর্টার: গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোণায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ইফতার পূর্ব এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা কমিটির সভাপতি আলী আমজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। তিনি সভায় উপস্থিত সদর উপজেলায় সততা স্টোর প্রতিষ্ঠিত ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে কার্যক্রম বন্ধ থাকার বিস্তারিত শুনেন। পরে সেই আলোকে দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপ সহকারী পরিচালক আনিসুর রহমানের কাছে জানতে চান। এ বিষয়ে উর্ধ্বতন বরাবর ওঠে আসা সুপারিশ সমূহ নিয়ে আলোচনা করার বিষয়েও জেলা প্রশাসক সিদ্ধান্ত দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইনুল ইসলামসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কমিটির সদস্য এডভোকেট পুরবী কুন্ড। সবশেষ সভায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোরগুলোকে পুনরায় চালু করণসহ শিক্ষকদের মাঝে এই সততার চর্চা বাড়ানোর তাগিদ তৈরির লক্ষ্যে নানা সুপারিশ তুলে ধরা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ