স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট প্রাঙ্গনে চেতনার বাতিঘর চত্ত¦রে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ড মোঃ নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ভজন সরকার, মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রইচ মোহাম্মাদ খান মুক্তি, মডেল প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্ত, সহসভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী ছিল নানা অনুষ্ঠান, জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।