জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা: নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা—কর্মচারীরা বৃহস্পতিবার সকাল থেকে গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করে। এতে জেলার সাড়ে ছয় লক্ষাধিক গ্রাহক সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সংবাদ লিখা পর্যন্ত প্রায় সাড়ে নয় ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয় ৬ লাখ ৫৫ হাজার গ্রাহককে।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সূত্রে জানা গেছে, বংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, চুক্তি ভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণসহ নানা দাবিতে সম্প্রতি শুরু হওয়া চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবারের এ কর্মসূচি পালন করা হচ্ছে।
জানা গেছে, নেত্রকোণার ১০ উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার। কোন পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় এসব গ্রাহক ভোগান্তির মধ্যে পড়েন। এছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে অনেকেই দুর্ভোগে পড়েন। দুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় পা ভেঙ্গে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে বিদ্যুৎ না থাকায় এক্সরে করতে পারেননি উপজেলার সান্দিকোনা এলাকার মমিন মিয়া। মমিন মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় মহা বিপদে পড়লাম। পা ভেঙ্গে এখন চিকিৎসাও নিতে পারছি না।
নেত্রকোণা সদর উপজেলার বাঘরুয়া গ্রামের কৃষক এমরান শাহ ফকির বলেন, সারাদিন কারেন্ট না থাকায় খুব বিপদের মধ্যে আছি। মটরে পানি উঠছে না। বাড়ির কেউ গোসল করতে পারছে না। খাবার পানির জন্যও অসুবিধের মধ্যে আছি। এই যদি হয় দেশের অবস্থা আমাদের চলবে কি করে।
নেত্রকোণা পল্লী বিদ্যুত সমিতির মহা ব্যবস্থাপক (জি এম) প্রকৌশলী মোঃ মাসুম আহমেদ বলেন, আমি অফিস প্রধান হিসেবে সকল কর্মকর্তা—কর্মচারীদের সাথে কথা বলে শাটডাউন তুলে নেওয়ার চেষ্টা করছি। গ্রাহকদের ভোগান্তি কোন ভাবেই কাম্য নয়।
এ বিষয়ে জেলা প্রশাসক বনানী বিশ^াসের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি দ্রুত সূরাহা করার জন্য জেলা প্রশাসনের পক্ষে আমি, পুলিশ সুপার ও দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিলে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছি। এ রিপোর্ট খেলা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, আন্দোলনকারীরা দ্রুতই তাদের শাটডাউন কর্মসূচী প্রত্যাহার করে নিবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ