জেলা প্রতিনিধি নেত্রকোণা(দ্বীপক চন্দ্র সরকার): “পাট শিল্পের অবদান স্মাট বাংলাদেশ বিনির্মাণ”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোণায় সোমবার (১০ জুন) পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ও সদর উপজেলা পাট কর্মকর্তা সুজিত গোস্বামীর তত্ত¡াবধানে ” উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পভূক্তের আওতায় পাট চাষী প্রশিক্ষণ ২০২৪ এ ৭৫ জন কৃষাণ -কৃষাণী অংশ গ্রহণ করে। প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বীজ প্রত্যয়ন অফিসার শাওনি রানী দেও। উন্নত প্রযুক্তির পাট ও পাটবীজ উৎপাদনের উপর আলোচনা করেন জেলা পাট বীজ অফিসার শাওনি রানী দেও , জেলা পাট কর্মকর্তা মোঃ আতাউর রহমান নোমানী, সদর পাট কর্মকর্তা সুজিত গোস্বামী, মোহনগঞ্জ পাট কর্মকর্তা মোহাম্মদ আলী। অতিথিবৃন্দ পাটের উপকারিতা এবং অধিক ফলনের দিক নিয়ে আলোচনা করেন। পাটপণ্য রপ্তানিতে ও ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, পাটের হারানো সোনালি দিনে ফিরে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এ সময় অফিস সহকারী মোজাদ্দেদ উদ্দিন আহমেদ নিশাত, নয়ন বর্মন, নয়ন আচার্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।