স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া—নূরপুর গ্রামের মোঃ আব্দুল হাশেম লস্কর মোঃ সাইকুল ইসলাম সাব্বির কে মারধর করায় থানায় অভিযোগ করেন।
অভিযোগে সূত্রে জানা যায়, মোঃ আব্দুল হাশেম লস্ক, পিতা মৃত: নিয়ামত আলী। বিভিন্ন শত্রুতার জের ধরিয়া মোঃ মজনু মিয়া (২৮), পিতা মৃত— মোঃ কাইয়ুম মিয়া, সাং— নূরপুর, মামুন (৩২), পিতা মৃত— মাজেদ মিয়া, মোঃ মনির (২১), পিতাঃ মোঃ লাল মিয়া বিরাম মিয়া (২৫), পিতাঃ জাবেদ আলী উভয় সাং— নূরপুর, ইউপি: চল্লিশা, থানা জেলা নেত্রকোণা। উক্ত বিবাদীরা পূর্ব হইতে আমাদের সহিত প্রকাশ্যে ও গোপনে জমিজমা নিয়ে শত্রুতা করিয়া আসিতেছে। উক্ত শত্রুতার জের ধরিয়া ২৭/১০/২৪ ইং তারিখ রাত অনুমান ৮:০০ঘটিকার সময় নেত্রকোণা থানাধীন সাকুয়া বাজারস্থ উল্লেখ্য বিবাধীগণ মোঃ মজনু মিয়ার দোকানের সামনে আমার ছেলে মোঃ সাইকুল ইসলাম সাব্বির (১৮) নেত্রকোণা ছোট বাজর হইতে বাড়িতে আসার পথে অটোরিক্সা হইতে নামিলে কথিত বিবাদীগণ আমার সাথে কোন কারণ ছাড়াই তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে আমার ছেলেকে মোঃ সাইফুল ইসলাম লস্করকে পূর্ব পরিকল্পিত ভাবে সকল বিবাদীগণ বাশেঁর লাঠি ও লোহার রড দিয়া এলোপাতারী ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। এমতাবস্থায় আমার ছেলে সাইফুল ইসলাম ডাক চিৎকার করিলে স্থানীয় উপস্থিত লোকজন তাকে বিবাদীদের হাত থেকে রক্ষা করে। তাহাদেও মধ্যে মোঃ আব্দুল হাই(৫৮), পিতা— অজ্ঞাত, মো: সাদেক মিয়া (৩৫), পিতা— মুত নজরুল ইসলাম, মো: মাসুম মিয়া (৪৫), পিতা: মৃত হাবিবুল্লাহ বাহর সর্ব সাং— বামনমোহা, চল্লিশা ইউনিয়ন, নেত্রকোণা সদও, জেলা— নেত্রকোণা গণ সহ আরো অনেকেই আসিয়া মোঃ সাইকুল ইসলাম সাব্বির ’কে রক্ষা করে। সকল বিবাদীরা, ঘঠনাস্থল হইতে চলে যাওয়ার সময় বিভিন্ন হুমকি প্রদান করে। পরবর্তীতে বিবাদীরা মোঃ সাইকুল ইসলাম সাব্বির খুন করিয়া ফেলিবে বলে হুমকি দিয়া চলিয় যায়। পরে আমার ছেলে সাইফুল ইসলাম সাব্বিরকে তাৎক্ষনিক নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার মোঃ সাইকুল ইসলাম সাব্বির কে ভর্তি করে। এ নিয়ে মোঃ আব্দুল হাশেম লস্কর থানায় একটি অভিযোগ করেন। কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত বিবাদীগণ দিব্বি ঘুরে বেড়াচ্ছে ও বলছে তোরা যা পারিশ কর আমরা তা পরোয়া করি না।
এমতাবস্থায় আমি আতঙ্কেও মাঝে দিন কাটাচ্ছি। কখন বিবাদীরা আবার আমার পরিবার এবং ছেলের উপর আক্রমন করে। তাই প্রশাসনের দৃষ্ঠি আকর্ষন করছি। কেননা যে কোন সময় বড় ধরনের সমস্যা হতে পারে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ