স্টাফ রিপোর্টার: “তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোণার পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে শুক্রবার (৩১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মোঃ রাফিকুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুখময় রায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি), জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক ও স্কুল পড়–য়া ছাত্র—ছাত্রী প্রমূখ। এ সময় বক্তারা তামাকমুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।