*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় যৌথবাহিনীর চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মাদকসহ গ্রেফতার দুই যুবককে দন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হলো সিরাজুল ইসলামের ছেলে খালেকুজ্জামান (২৫) এবং ওয়াজেদের ছেলে সাইদুল ইসলাম (২৮)। তারা দুজনে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বীর আহম্মদপুর গ্রামের বাসিন্দা।
নতুন স্থাপনকৃত চেকপোস্টে যৌথবাহিনীর তল্লাশিকালে যুবকদ্বয়ের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় দুই বোতল মদ পাওয়া যায়। এ অপরাধে দুজনকেই বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন কলমাকান্দা উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসীমা নাহাত।
১৫ নভেম্বর শুক্রবার দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ও কলমাকান্দা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর নাজমুজ সাকিব। এছাড়া গত বৃহস্পতিবার দিবাগত রাতে মাদকসহ ওই দুই যুবককে গ্রেফতার করে যৌথবাহিনী।
মেজর নাজমুজ সাকিব জানান, কলমাকান্দা সদর উপজেলার পাচুরা এলাকায় সেনাবাহিনীর সার্জেন্ট নাসিরের নেতৃত্বে স্থাপনকৃত চেকপোস্টে যৌথ অভিযানে দুজনকে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করে তাদেরকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড এবং দুই’শো টাকা করে দুজনেকে চার’শো টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের মহামান্য বিচারক।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ জানায় দন্ডপ্রাপ্ত দুজনকে বৃহস্পতিবার রাতেই জেলা কারাগারে প্রেরন করা হয়।