*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
ঢাকা সহ মফস্বল সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এঁর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১ ডিসেম্বর রবিবার নেত্রকোণা খান মিষ্টান্ন ভান্ডার হল রুমে দৈনিক দেশ কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থা নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক জালাল চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি ও সদস্য সচিব শফিকুল ইসলাম এর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অংশ গ্রহণ করেন
কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব মোঃ কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার ও অর্থ সচিব মোঃ আবেদ আলী। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক পেশকৃত ২১ দফা দাবি সমূহ নিয়ে ও আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় ও বক্তব্যে প্রধান বক্তা কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে আমরা আছি জনগণের পাশে । আগামী ২৮ ডিসেম্বর জাতীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন বলেন, আমাদের পথগুলো সহজ সুন্দর করতে সাংবাদিকদের সঙ্গে আজীবন আন্দোলন করে ২১ দফা দাবি পেশ করে গেছেন সাংবাদিকতার অগ্রদূত জাসাস প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ধরে রাখতে অদম্য ধারায় কাজ করছে জাতীয় সাংবাদিক সংস্থা । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, কেন্দ্রীয় সহকারী সচিব মোঃ আতিকুর রহমান আজাদ, যুগ্ম মহাসচিব মোঃ কাজী মাহমুদুল হাসান, সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস , কবি ও সাংবাদিক সৈয়দ সময়, প্রভাষক জামাল উদ্দিন, সাংবাদিক সুলতান আহমেদ প্রমুখ। স্মরণ সভা শেষে সাংবাদিকতার পথিকৃৎ মুহম্মদ আলতাফ হোসেন ও নেত্রকোণা জেলা সাবেক সভাপতি দৈনিক দেশ কণ্ঠস্বর পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক প্রকাশক মোঃ আনিছুর রহমান আনিস এঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।