স্টাফ রিপোর্টার: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নেত্রকোণা পুলিশ লাইন্সে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম—সেবা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব অসিত কুমার সরকার সজল, চেয়ারম্যান,জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম খান, মেয়র,নেত্রকোণা পৌরসভা,মোহাম্মদ হারুন অর রশিদ , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ,বিপিন চন্দ্র বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা, ইন—সার্ভিস ট্রেনিং সেন্টার, সিআইডি,পিবিআই, হাইওয়ে। পরে জেলা পুলিশের একটি চৌকস দল কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে সশস্ত্র সালাম প্রদান করে। এসময় কর্তব্যরত অবস্থায় আত্ম—উৎসর্গকারী পুলিশ সদস্যের আত্মার মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পুলিশ মেমোরিয়াল ডে—২০২৪ উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স, নেত্রকোনার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় পুলিশ সুপার, নেত্রকোণাসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার,নেত্রকোণা,মহোদয় তার বক্তব্যে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিবারের সদস্যদের সব ধরণের সেবা ও সুযোগ—সুবিধা প্রদানের আশ্বাস দেন। এ সময় পুলিশ সুপার,নেত্রকোণা মহোদয় ২৫ টি পরিবারের নিকট জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ