নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় সড়কের পাশ থেকে ইমরান ফারাস (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২ ফেব্রুয়ারি, রবিবার সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম মদনপুর এলাকার ইটাখলা সঞ্জু মিয়ার ফিশারির কাছ থেকে লাশটি উদ্ধার করে মডেল থানার পুলিশ।অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানায়, স্থানীয় পথচারী খবর দেয় একটি লাশ পড়ে থাকতে দেখে। সেখানে গিয়ে দেখা গেছে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়ে অপর পাশের পড়েছিলো। ইমরান ফারাস ওই এলাকার একটি মাজারের সামনে চায়ের দোকান চালাতেন। স্থানীয় জিন্নাতুল ফারাসের ছেলে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোন সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যেহেতু নেত্রকোণা-কেন্দুয়া সড়কের ওপর সঞ্জু মিয়ার ফিশারির পাশে পড়েছিল। মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়ে দূরে পড়ে আছে। সকালে বা ভোরে কুয়াশায় দেখা না যাওয়ায় হয়তো কোন গাড়ি ধাক্কা দিয়ে পালিয়েছে। আমরা সবগুলো ক্ষতিয়ে দেখছি। যেহেতু প্রত্যক্ষদর্শী নেই তাই ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ