স্টাফ রিপোর্টার: বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হত্যাকাণ্ড ঘটলেও এবার নেত্রকোণায় রমজানের প্রথম সপ্তাহেই চারটি খুনের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরসহ চ্ছিনতাই ও প্রেম সংক্রান্ত ভিন্ন ভিন্ন কারণে ঘটেছে এ সকল হত্যাকাণ্ড।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় চলতি রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সমানে রেখে রেখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ জানান, জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন স্থানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে আসন্ন রমজান জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ, (অপরাধ) শাহেদ আলী পাঠান, বিশেষ শাখা (মিডিয়া মুখপাত্র) মোঃ লুৎফর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাবের ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে জানা যায়, গেল ১৪ মার্চ নেত্রকোণার মোহনগঞ্জ হাওরে ঝিনাইদহের বাসিন্দা ঢাকার পাঠাও চালক সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত নেত্রকোণার চাকুয়া ইউনিয়নের অন্তর আহমেদ শান্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে খাটপুরা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুবিনা আক্তার হত্যাকাণ্ডে জড়িত স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও মদনে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে টেটা বল্লমের আঘাতে শিশু সজিব নিহতের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১০ মার্চ প্রেম সংক্রান্ত ঘটনায় পূর্বধলায় সোনিয়া আক্তার সুইটি হত্যাকাণ্ডে জড়িত প্রেমিক এনামুল হককে গ্রেফতার করে আদালতে জবানবন্দি গ্রহণ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ