স্টাফ রিপোর্টার: নেত্রকোণার প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির গানের শিক্ষার্থী ও জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র দরিদ্র ইয়াসিন মিয়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ প্রতিযোগিতায় লোক সংগীত খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এখন সে জাতীয় পর্যায়ে যাচ্ছেন প্রতিযোগীতায়। জানা গেছে, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বৈখরহাটি গ্রামের দরিদ্র কৃষিজীবি পরিবারে ইয়াসিন মিয়া জন্মগ্রহণ করে। দ্বীতিয় শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় জেলা শহরের প্রত্যাশা পরিবারের এক সদস্যের বাড়িতে থেকে ইয়াসিন মিয়া লোক সংগীতের চর্চা শুরু হয়। ২০২৩ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ইয়াসিন মিয়া ২য় স্থান লাভ করে সারাদেশে নেত্রকোণার মুখ উজ্জল করেছেন। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় লোক সংগীত শিল্পী ইয়াসিন মিয়ার তেমন প্রচারনা নেই। প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির সাধারন সম্পাদক চিন্ময় তালুকদার বলেন, আমাদের সাংস্কৃতিক শিক্ষার্থী ইয়াসিন মিয়া লোক সংগীত বিভাগে নেত্রকোণার মুখ উজ্জল করে চলেছেন। ২য় শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় দরিদ্র ইয়াসিন মিয়াকে আমার কাছে নিয়ে আসি। সে এখন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। লোক সংগীত শিল্পী ইয়াসিন মিয়া প্রতিষ্ঠিত হলেই প্রত্যাশা পরিবারের সফলতা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ