নিজস্ব প্রতিনিধি: “কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না” এই শ্লোগানকে পতিপাদ্য করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমানের পদের কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
৯ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১টার দিকে একযোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ শরিফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ মিরাজ হোসেনের যৌথ স্বাক্ষরিত স্বারকলিপিটি নেত্রকোণা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে সার্ভেয়ারগণ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
ছাত্র-জনতার গণ অভ্যূথান ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার বা সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১৪তম, ১৫তম ও ১৬তম গ্রেড হতে ১০ম গ্রেডে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণায়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন-বৈষম্য দূরীকরণের অনুরোধ করে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত সার্ভেয়ারগণ হলেন- জেলা ভূমি অধিগ্রহণ শাখার মোঃ জাহাঙ্গীর হোসেন ও জসীম উদ্দীন, মদন উপজেলা ভূমি অফিসের কেশব লাল দেব, সদর উপজেলার রেজাউল করিম, কেন্দুয়ার রেজাউল করিম ভূঁইয়া, আটপাড়ার নাসির উদ্দিন, কলমাকান্দার মোঃ কবির হোসেন, দুর্গাপুরের মোঃ ইসমাইল হোসেন ও পূর্বধলা উপজেলা ভূমি অফিসের মোঃ ইকবাল হোসেন। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের লিটন মিয়া, পানি উন্নয়ন বোর্ডের জাবেদুল ইসলাম ও মহিন এবং এলজিইডির সোবাহান ও মুক্তসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ