নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা: নেত্রকোনা কলমাকান্দা উপজেলা কালাইকান্দি গ্রামের মোঃ মিলন মিয়াকে (২০) হত্যার দায়ে মোঃ শাহজাহান মিয়াকে (২১) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও মোঃ আবুল বাশার ওরফে বাদশা মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডর আদেশ দেওয়া দেন নেত্রকোণা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল হাসেম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম নজরুল ইসলাম খান।
মামলার বিবরনে জানা গেছে, নেত্রকোণা কলমাকান্দা উপজেলার কালাইকান্দি গ্রামের মিলন মিয়া দীর্ঘদিন ধরে কালাইকান্দি প্রাইমারী স্কুল মোড়ে কাপড়ের দোকান, টেইলার্স, বিকাশ ও ফ্ল্যক্সিলোডের ব্যবসা করে আসছিলো একই এলাকায় মোঃ শাহজাহান মিয়া কম্পিউটার, ফ্ল্যক্সিলোডের ব্যবসা করত। তাদের মধ্যে ব্যবসায়ায়িক লেনদেন ছিল। এবং তাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছিল। এক পর্যায়ে ২০২০ সালের ফেব্রæয়ারীর মাঝামাঝি সময়ে মিলন মিয়ার কাছ থেকে শাহজাহান ১ লাখ ৫০ হাজার টাকা হাওলাত নেয়। হাওলাত টাকা ফেরৎ চাইলে শষাহিজাহান মোটর সাইকেল বিক্রি করে টাকা দেবে বলে জানায়। মিলন মিয়া ২০২০ সালের ২১ফেব্রæয়ারী রাতের খাবর খেয়ে দোকানে ঘুমাতে যায়। পরদিন বাড়ির অদূরে মিলনের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঐ বছরের ২৩ ফেব্রæয়ারী নিহতের বড় ভাই মোঃ শহীদুল ইসলাম বাদী হয়ে মোঃ শাহজাহান মিয়ার নাম উল্লেখ ও অজ্ঞাত ৩- ৪ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মোঃ শাহজাহান মিয়া ও আবুল বাশারের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। অভিযোগ প্রমানীত হওয়ায় নেত্রকোণা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান মঙ্গলবার এ রায় প্রদান করেন।