স্টাফ রিপোর্টার: "বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টায় নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন নেত্রকোণা—২ (সদর বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ পিপিএম—সেবা, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) সুখময় সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। স্মার্ট নাগরিক গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে তুলতে হবে। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের বেশী করে বিজ্ঞান চর্চা ও নতুন নতুন উদ্ভাবনের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র শিক্ষক অভিভাবক সহ সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। মেলায় ১০ উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী নিয়ে বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ