স্টাফ রিপোর্টার: দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩ উপজেলাতেই নবীনরা জয়ী হয়েছেন। নেত্রকোণার সদরে মারুফ হাসান খান অভ্র (হেলিকপ্টার), ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম খান (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাঈম সুলতানা (ফুটবল) বিজয়ী হয়।
সদর উপজেলায় মারুফ হাসান খান অভ্র (হেলিকপ্টার) প্রতীক ৩৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন খান পাঠান বিমল পেয়েছেন ৩৩ হাজার ৩৯৪ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম খান (মাইক) প্রতীক ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক লিপটন (টিউবওয়েল) প্রতীক পায় ২৮ হাজার ৩৬৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাঈম সুলতানা (লিবন) (ফুটবল) প্রতীক ৬৪ হাজার ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুহিন আক্তার (হাঁস) প্রতীকে পেয়েছে ৪৫ হাজার ১০৪ ভোট।
বারহাট্রা উপজেলায় চেয়ারম্যান পদে কাজী শাখাওয়াত হোসেন (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহীনুর রহমান (মাইক), মহিলা ভাইস—চেয়ারম্যান রুবি আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বারহাট্রা চেয়ারম্যান পদে কাজী শাখাওয়াত হোসেন (ঘোড়া) প্রতীক ৪২ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর খোকন ( মোটর—সাইকেল) প্রতীক পায় ৩০ হাজার ৯২৯ ভোট। পুরুষ ভাইস—চেয়ারম্যান পদে মোঃ শাহীনুর রহমান (মাইক) প্রতীক ৩৯ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধ¦ী মোঃ আশরাফুজ্জামান ফকির (তালা) প্রতীক পায় ২৪ হাজার ২৭২ ভোট। মহিলা ভাইস—চেয়ারম্যান পদে রুবি আক্তার (ফুটবল) প্রতীক ২৪ হাজার ০০২ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্ধ্যা রানী রায় (পদ্ম—ফুল) ১২ হাজার ৮১২ ভোট পায়।
পূর্বধলায় উপজেলায় চেয়ারম্যান পদে এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটর—সাইকেল), পুরুষ ভাইস—চেয়ারম্যান পদে মোঃ আব্দুল্লাহ আল আলী (বই), মহিলা ভাইস—চেয়ারম্যান পদে মনি রানী কর্মকার (হাস) প্রতীক নিয়ে বে—সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পূর্বধলায় এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটরসাইকেল) প্রতীক ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান (দায়াত—কলম) প্রতীক পায় ৩৬ হাজার ৮ টি ভোট। পুরুষ ভাইস—চেয়ারম্যান পদে মোঃ আব্দুল্লাহ আল আলী (বই) প্রতীক ২৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আর্শাদ মিয়া (মাইক) প্রতীক ১৮ হাজার ৮২৩ ভোট পায়। মহিলা ভাইস—চেয়ারম্যান পদে মনি রানী কর্মকার (হাস) প্রতীক ৩৫ হাজার ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাঃ সাফিয়া খাতুন (কলস) প্রতীকে পায় ২০ হাজার ৭০৬ ভোট।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ