স্টাফ রিপোর্টার: নেত্রকোণার মদনে মালিক সমিতির লোকজন ও শ্রমিকদের মধ্যে চাঁদা আদায়ের বিষয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন দুই পক্ষের লোকজন থানায়।
জানা যায়, গত শনিবার ৬ এপ্রিল নেত্রকোণার মদনে মিশুক বেবি ট্যাক্সি, সিএনজি, চালিত অটোরিকশা মালিক সমিতির অনুমতি পাওয়ায় সংগঠনটির উদ্বোধন করেন মিশুক, বেবিটেক্সি, অটোরিক্সা সিএনজি মালিক সমিতির জেলা সভাপতি এস এম সারোয়ার আলম রোকন। এসময় প্রধান অতিথি করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়াকে ও বিশেষ অতিথি করে। সভায় উপস্থিত ছিলেন,মদন পৌর মেয়র সাইফুল ইসলাম (সাইফ), মদন থানা এস আই সামিউল হায়দারসহ পুলিশ সদস্য বৃন্দ, মালিক সমিতির শতাধিক লোকজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উদ্বোধন উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মিশুক বেবি ট্যাক্সি অটোরিকশা সিএনজি মদন উপজেলার মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদ মাহমুদ প্রিন্স এর সঞ্চালনায় অটোরিক্সা সিএনজি মালিক সমিতি মদনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিযোগ ও মিশুক বেবি ট্যাক্সি, অটোরিক্সা সিএনজি, মদন মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম মিয়া জানায়, আমাদের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী মিশুক সিএনজি অটো রিক্সার মালিকদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হয় মালিক ও শ্রমিক ও হতদরিদ্রদের মাঝে উন্নয়নমূলক কাজের জন্য। গত ২০ এপ্রিল রোজ শনিবার চানগাঁও মোড়ল পাড়া বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিক্সা মালিক তামিম ও কাউসারের সাথে মালিক সমিতির প্রচার সম্পাদক আল্লাদ মিয়ার কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বে একজনকে হাসপাতালে অসুস্থ দেখিয়ে ভর্তি করেন, পরে শ্রমিকদেরকে নিয়ে পরিকল্পিতভাবে রাস্তা অবরোধ এবং মিছিল শুরু করে মালিক সমিতির বিরুদ্ধে। বিমান বৈশ্য সহ কিছু অসাধু প্রকৃতি লোক তারা পরিকল্পিতভাবে মালিক সমিতির মান সম্মান নষ্ট করার জন্য পাঁয়তারা করছে এবং শ্রমিকদেরকে অতি উৎসাহিত করে সরকারি রাস্তা অবরোধ যানজট পরিকল্পিতভাবে সৃষ্টি করে জনগণকে কষ্ট দেওয়ার লক্ষ্যে। আমরা অসাধু কুচক্র মহলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি তাদের বিরুদ্ধে। এ বিষয়ে অটোরিক্সার মালিক ইবাদুল ইসলাম বলেন, আমরা অটোরিক্সা মালিক তারা তো মালিক না, একটা সমিতি করছে ৪/৫ জন সদস্য মিলে তাদেরকে দশ টাকা করে চাঁদা কেন দেব। আমরা বিভিন্ন চাঁদা দিয়ে হিমশিম খাচ্ছি গরিব মানুষ সংসার চালাতে। চাঁদা না দেয়ায় মালিক সমিতির সভাপতি সেলিম, জোলন ও আল্লাদ মিয়া অটোরিকশা চালক কে মারধর করে। পরে আমারা বিক্ষোভ মিছিল করি চাঁদা বন্ধ ও বিচারের দাবিতে। এ বিষয়ে মদন থানা তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ