*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
নেত্রকোণার কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি মোঃ তাজুল ইসলাম (৫০)কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ র্যাব-১৪। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপজেলার কাউরাট গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ র্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের একটি আভিযানিক দল।
জানা যায় গত ২৮ জুলাই বিকেল ৪টার দিকে মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে এজাহারে অন্যান্য অপরাপর এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিসহ বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হন। কেন্দুয়া পৌরসভার থানা গেইট সংলগ্ন মোঃ মোবারক হোসেনের (৩০) মালিকানাধীন ‘তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট্ কর্নার’ নামীয় দোকানে আসে জনতাবদ্ধ ওই দলটি। দোকান ঘরে অনধিকার প্রবেশ করে আনুমানিক ৩৪ লক্ষ টাকার মালামাল লুটপাট ও দোকান ভাঙচুর, দোকানের ক্ষতি সাধন ও আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে জনমনে ত্রাস সুষ্টি করেন মামলার আসামীরা।
এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে গত ২১ আগস্ট দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেন। এরপর র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।
তিনি আরও জানান, গত ১৩ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ও র্যাব-২ এর সহায়তায় যৌথভাবে ঢাকার ধানমন্ডি মডেল থানাধীন ৯/এ রোডস্থ ইবনে সিনা হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ তাজুল ইসলামকে গ্রেফতার করে র্যাব-১৪। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ