নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা: নেত্রকোণা কেন্দুয়া উপজেলার নওয়াপাড়ায় ভাগ্নের হাতে মামার মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে প্রকাশ ৪ ফেব্রুয়ারী, মঙ্গলবার উপজেলার নওয়াপাড়ায় এ মর্মান্তিক মৃত্যু ঘটে। পরে সন্ধ্যায় এ মৃত্যুর খবর পাওয়া প্রকাশ পায়। জানা যায় পারিবারিক কলহের জেরে ভাগ্নে মাজহারুল (২৫) তার মামা কাঞ্চন মিয়া (৫৫) কে গুরুতর আহত করে। পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল কাদির মিয়া বলেন, শুনেছি পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড ঘটে। তিনি আরো বলেন, কাঞ্চন মিয়ার বাড়ি পোড়াবাড়ি। তিনি খুব ভালো লোক ছিলেন। নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন সালাম এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, মামা কাঞ্চন মিয়া পারিবারিক দ্বন্দ্বের মীমাংসা করতে ভাগ্নে মাজহারুল (২৫)কে গিয়ে শাসন করতে গেলেিএক পর্যায়ে উত্তেজিত অবস্থায় আঘাত করলে ভাগ্নে মাজহারুল গুরুত্বর জখম হয়, পরে তাকে স্থানীয় হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করেন। ময়মনসিংহ হাসপতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন। উল্লেখিত বিষয়ে বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সাথে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উক্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে সময়মত প্রয়োজনীয় আইনানুগ গ্রহণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ