নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণা: নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় মেসার্স ঢাকা ব্রিকসের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ও সহযোগিতায় এবং নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা—৫(১)(২)(৩) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় তখন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন এবং অন্যান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আশুজিয়া ইউনিয়নের অবৈধ মেসার্স ঢাকা ব্রিকসে অভিযান পরিচালিত হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা পেইজে (অনলাইন প্ল্যাটফর্ম) এক প্রেস বিজ্ঞপ্তিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট/ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ