নিজস্ব প্রতিনিধি(দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষা এবং ইট ভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে পরিবেশ সম্মত জিগজ্যাগ ইট ভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। ৪ মার্চ মঙ্গলবার ইট ভাটা মালিক ও শ্রমজীবী সমিতির আয়োজনে উপজেলার সকল ইটভাটার মালিক এবং কয়েক শতাধিক শ্রমিক মিলে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করে। সমাবেশে বক্তব্য রাখেন, ইটভাটার মালিক দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল, তৌহিদ ভুইঁয়া, ফারুক আহম্মেদ, মোঃ মিজানুর রহমান, মোঃ বাদল মিয়া, খাইরুল ইসলাম, পরিমল সরকার, জুলহাস মিয়া, শহিদুল্লাহ ভুুুঞা প্রমুখ। বক্তারা বলেন, অনেক প্রতিকূলতায় ইটভাটার ব্যবসা পরিচালনা করি। বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করে জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও টেকসই প্রযুক্তি নির্ভর দেশ গঠনে কাজ করে যাচ্ছি। এই সব ভাটায় প্রায় কয়েক হাজর শ্রমিক ও পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। অন্যদিকে প্রতিটি ইটভাটার বিপরীতে প্রায় ১ কোটি টাকার উপরে ব্যাংক ঋণ রয়েছে। উনাদের বক্তব্যে জিগজ্যাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, এমন হলে আমরা ভ্যাট দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবো এবং অবিলম্বে ঢাকায় মহাসমাবেশ, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যল অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবো বলেও হুশিয়ারী দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ