নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূইয়াকে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে কেন্দুয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৪ লাখ টাকার মালামাল লুটের মামলা রয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ র্যাব—১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের (সিপিসি—২) কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগের বরাত দিয়ে র্যাব জানায়, গত ২৮ জুলাই কেন্দুয়া পৌরশহরের ‘তানজিম শপিং পয়েন্ট অ্যান্ড গিফট কর্নার’ নামের একটি দোকানের হামলা চালায় আসাদুল হক ভূইয়ার নেতৃত্বে একদল লোক। দোকান ভাঙচুর করার পাশাপাশি ৩৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক মো. মোবারক হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় ২১ আগস্ট দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এতে নির্দেশদাতা স্থানীয় সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার উকিল, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিল, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূইয়াসহ আওয়ামী লীগের ৪৪৮ নেতাকর্মীকে আসামি করা হয়। তবে সরকার পতনের পর থেকে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে, র্যাব আসামিদের গ্রেফতারে নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকায় আসাদুল হক ভূইয়ার অবস্থান নিশ্চিত হয়। পরে র্যাব—১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব—২, সিপিসি—১ এর অভিযানে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল হক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ