জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা: ভালো পারফরমেন্স ও সাফল্যের সাথে বিভিন্ন ঘটনা প্রতিরোধে স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেয়েছেন দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আক্কাস আলী। ২৬ জুন বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সাফল্যের স্বীকৃতির জন্য সিনিয়র এএসপি আক্কাস আলী হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, সাহেব আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সিনিয়র এএসপি আক্কাস আলী বলেন, আমার আজকের এ অর্জনে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে পুলিশি কাজে যারা আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব সময় সহযোগিতা করেছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। পুলিশি দায়িত্বটা আমি আমার উপর অর্পিত দায়িত্ববোধ থেকেই করে যাচ্ছি। আমি এ ধারা অব্যাহত রাখতে দুর্গাপুর-কলমাকান্দা এলাকার সকলের সহযোগিতা কামনা করছি।