নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার:
মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোণা জেলার আটাপাড়া উপজেলার *তেলিগাতী সরকারি ডিগ্রী কলেজের* শিক্ষক – শিক্ষার্থীদের দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে
দিবসটি হয়েছে। ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অধ্যাপক শহিদুল ইসলাম খান
রচিত ও নির্দেশিত সামাজিক নাটক ” *তুষের আগুন” *মঞ্চস্থ হয়েছে।**
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তেলিগাতী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হক চন্দন, মজনু তালুকদার, টিটু ও কলেজ শিক্ষক সদানন্দ বণিকের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে ।
পরিশেষে উপস্থিত শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ তাদের মূল্যবান
বক্তব্যে রাখেন মুক্তিযুদ্ধের
চেতনায় দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে পড়ালেখার সাথে দেশীয় সুস্থধারার সাহিত্য সংস্কৃতি চর্চা করতে শিক্ষার্থীদের আগ্রহী হতে বলেন, এ সময় কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, সকল শিক্ষার্থী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি – নেত্রকোণা জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
নাটকে অভিনয় করেন অত্র কলেজের শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম খান, শিক্ষক সদানন্দ বণিক, শিক্ষক গোকুল চন্দ্র
আচার্য্য, শিক্ষক মাসুম মিয়া, শিক্ষক জিয়াউল হক আর শিক্ষার্থীদের মাঝে অভিনয় শিল্পীরা হলো শাকিল, বিলকিস,
পাপিয়া, উর্মি, নুরুন্নাহী , রাসেল, আমীর হামজা, আল আমিন, রবিন ও তুহিন।
অনুষ্ঠান উপভোগ করার জন্য উপস্থিত সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তেলিগাতী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হক চন্দন ও নাট্যকার পরিচালক অধ্যাপক শফিকুল ইসলাম খান ।