জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোনা: নেত্রকোনা ডায়াবেটিক সমিতির আহবায়ক হিসেবে বিশিষ্ট অর্থোপেডিক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব হিসেবে ডাঃ আব্দুস ছাত্তারকে মনোনীত করা হয়েছে।
ডায়বেটিস রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা এবং সমিতির কার্যক্রমকে আরো বেশী গতিশীল করার লক্ষ্যে আজ শনিবার (২৬ অক্টোবর) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমিতির জরুরি সাধারণ সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হককে আহবায়ক ও নেত্রকোনা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুস ছাত্তারকে সদস্য সচিব মনোনীত করে ৭ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়। সভায় পরে এই কমিটি সকলের সাথে আলাপ আলোচনা করে অপর ৫জন সদস্য নির্বাচন করবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
ডায়বেটিস রোগ সম্পর্কে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের উত্তম সেবা প্রদানের লক্ষ্যে নেত্রকোনার কয়েকজন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক মিলে ১৯৮৬ সনে নেত্রকোনা ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ জেলায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সু—চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব ও অসহায় রোগীরা এ প্রতিষ্ঠান থেকে ফ্রি চিকিৎসা পেয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির আজীবন সদস্য সংখ্যা ৬২ জন। তন্মধ্যে নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ১৩ জন। রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে ইতোমধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা সম্ভব হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে নেত্রকোণা ডায়াবেটিক সমিতি এই জেলায় অল্প সমেয়র মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও অভিমত ব্যক্ত করেছেন জেলার সচেতন মহল।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ