নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণা দুর্গাপুর ও কলমাকান্দা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গত বুধবার উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে জেলার সীমান্তবর্তী দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ নির্বাচন কমিশন সম্পন্ন করেছে।
জানা যায় ভোট গ্রহণ চলাকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট গোলাম মৌলাহ তুহিনসহ উর্ধ্বতন কর্তকর্তাগণ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটগ্রহণ চলাকালে দুই উপজেলার কোথাও কোন ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।
দূর্গাপুর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান নীরা মোটর সাইকেল প্রতীকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট। কলমাকান্দা উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুছ বাবুল দোয়াত কলম প্রতীকে ৩২ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৩৭৭ ভোট।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ