*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা* :
নেত্রকোণা দুর্গাপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রফিক হত্যা মামলার রায়ে ৮ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে দায়রা জজ আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল প্রদান করা হয়। নেত্রকোণার জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান রবিবার দুপুরে এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো, ইসমাইল (৩৩), কাজল মিয়া (৩০), মজিবুর রহমান (২৭), আশ্রব আলী (২৭), ছামেদুল (৩২), শাহজাহান (২৮), নজরুল (২৮) এবং নুরুল আমিন (৪৫)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা জানা যায়, ২০১২ সনে স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ হাবিবুর রহমানের সমর্থক হওয়াকে কেন্দ্র করে পরাজিত তোতা মেম্বারের সমর্থকদের সাথে দুর্গাপুরের নন্দেরছটি গ্রামের মোঃ আব্দুল মোতালেবের ছেলে মোঃ আব্দুর রফিক ওরফে রহিতের (২৮) তর্ক বিতর্ক হয়। এর জেরেই ওই সনের ২৪ জানুয়ারী বোরো জমিতে সেচ দিতে গিয়ে আর বাড়ি ফিরে না আসলে পরদিন ভোরে চিনাকুড়ি বিলে তোতা মেম্বারের রোপিত জমিতে পাটের বস্তায় রহিতের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় রহিতের বাবা মোঃ আব্দুল মোতালেব বাদী হয়ে ১৪ জনকে আসামী করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে গত ২০১৭ সনের ১৭ জানুয়ারী মামলার ৮ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ এক যুগ ধরে চলমান মামলায় মোট ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহনান্তে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। সেই সাথে একই মামলায় বস্তায় ভরে রাখায় (২০১ ধারায়) দন্ডপ্রাপ্ত আসামীদেরকে ৫ বৎসর করে সশ্রম কারাদন্ড তৎসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের করে জেল প্রদান করা হয়।
মামলা রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আবুল হাসেম। আসামীদের পক্ষে ছিলেন এডভোকেট জাহিদুল হাসান সৈকত।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ