স্টাফ রিপোর্টার: নেত্রকোণা শহরের ছোট বাজারস্থ পত্রিকার এজেন্ট ‘নিউজ সেন্টারের’ ম্যানেজার শনিবার সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর। মরহুম সিদ্দিকুর রহমান জেলা সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের প্রয়াত মিয়াফর উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ গুণগ্রাহী রেখে যান। প্রতিদিনের মত সকালে সে জেলা সদরের ছোট বাজারস্থ নিউজ সেন্টারে কর্মরত থাকাবস্থায় অসুস্থতাবোধ করলে সকাল সাড়ে সাতটার দিকে তার এক নিকটাত্মীয় জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার রোগীকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলে ময়মনসিংহ যাওয়ার পথেই সকাল সাড়ে আটটার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ২০০১ সাল থেকে সে এই দায়িত্বে আজ—অব্দি ছিলেন। গতকাল বিকাল ৫:৩০ ঘটিকায় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শোক জানিয়েছেন নেত্রকোণা পত্রিকা পরিবেশক এজেন্সির স্বত্তাধিকারি আবু বকর সিদ্দিক, সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি আবু শহিদ হিরন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও শুভাকাঙ্খিবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এছাড়াও সিদ্দিকুর রহমানের মৃত্যুতে “দৈনিক দেশকন্ঠস্বর” পত্রিকার কলা কৌশলী গণ গভীর শোক প্রকাশ ও মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে। শোকাবহ পরিবারের সাথে দৈনিক দেশকন্ঠস্বর পরিবার একাত্তা পোষন করে সমবেদনা জানায়।