নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার)নেত্রকোণা:
যৌথ বাহিনীর অভিযানে নেত্রকোনার মদন উপজেলায় ৫৯৮ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৭৮ হাজার চারশো টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল ও দুইটি বাটন মোবাইল সেট, ১২টি মোবাই সিম এবং তিনটি মেমোরি কার্ড জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা মদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন।
বৃহস্পতিবার বিকেলে আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক রাখা ও ব্যবসা পরিচালনা করা অপরাধে আদালতে প্রেরণ করা হবে।
আটককৃতরা হলেন- মদন উপজেলার আলমশ্রী গ্রামের মৃত ইনসানের ছেলে মো. জাহান (৩০) ও তার ছোট ভাই মো. লিজন (২৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এরআগে গত বুধবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে আটককৃতদের নিজ বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। দেড় ঘন্টাব্যাপী এ অভিযান ভোর রাত সাড়ে ৩টার দিকে শেষ হয়।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমান এবং সাথে ছিলেন মদন থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যক্তিবর্গ ।
নেত্রকোনা মদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বড় ভাই জাহান মাদক সংগ্রহ করে নিয়ে আসে। অন্যান্যরা তা বিক্রি করে। লেখালেখির কাজ শেষে আজ (বৃহস্পতিবার) বিকেলের দিকে আটক দুজনকে আদালতে প্রেরণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ