নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা:
১৮ মার্চ মঙ্গলবার আবু আব্বাস কলেজের সামনে নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানব-বন্ধন কর্মসূচি পালন করেছে আবু আব্বাস কলেজ।
প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নূরে আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মানব-বন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ আঃ রশিদ, অধ্যাপক জিয়াউল ইসলাম, অধ্যাপক নাজমুল কবীর সরকার, অধ্যাপক সারওয়ার জাহান মামুন ও শিক্ষার্থী জুবায়ের হোসেন জিসান প্রমুখ। বক্তারা বলেন, হাওড় বাওড় ভাটি বাংলা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোনা জেলার প্রাণের প্রতিষ্ঠান নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র পরিহার করতে হবে। কোন অবস্থাতেই মেডিকেল কলেজ বন্ধ হতে দিব না। ষড়যন্ত্র বন্ধ করে আমাদের
চিকিৎসা সেবা স্বাভাবিক ভাবে করতে খুব দ্রুত নেত্রকোণা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন করতে জোর দাবি জানান তারা । মানব-বন্ধনে আবু আব্বাস কলেজ শিক্ষক, শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী অংশগ্রহণ করেন ।