নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা: নেত্রকোণা শ্যমগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ এক নারী ও এক বৃদ্ধকে আটক করেছে সেনাবাহিনী। শ্যামগঞ্জের ময়লাকান্দা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য আট লক্ষ চল্লিশ হাজার টাকা প্রায়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও ইমান আলী ছেলে চাঁন মিয়া। তারা দুজনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়লাকান্দা এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
১১ নভেম্বর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মেজর জিসানুল হায়দার জানান, সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণা সেনা ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জের ময়লাকান্দা এলাকায় মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ অভিযানের সময় দুলাল মিয়া গা ঢাকা দিলেও তার দুজন সহকারীকে ২৮ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত দুজনকে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে। মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও তার আরেক সহকারী তোতা মিয়াকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বরত সেনা কর্মকর্তা।