*নিজস্ব প্রতিনিধি(দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণাঃ*
নেত্রকোণা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাতটি রোডে বিনামূল্যে বাস সার্ভিস চালু করা হয়েছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ কর্তৃপক্ষ এ বাস সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খানের সভাপতিত্বে অধ্যাপক ইদ্রীস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল কাদির ফকির, জেলা বিএনপির সাবেক সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাসুম মোস্তফা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম লেলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবুল কালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা সরকারি কলেজ শাখার সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব প্রমুখ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের খান সাংবাদিকদের জানান, কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও হতদরিদ্র শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষে ৭টি রোডে
এই বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাস সার্ভিসে তিনটি বিআরটিসি এবং একটি কলেজের নিজস্ব বাস যুক্ত করা হয়েছে। রোডগুলো হচ্ছে ময়মনসিংহ, বারহাট্টা, আটপাড়া ও অভয়পাশা, কেন্দুয়ায় রামপুর, পূর্বধলার চৌরাস্তা ও শ্যামগঞ্জ। প্রতিদিন সকাল ৮ টায় বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজ অভিমুখে রওনা হবে এবং কলেজ শেষে পুনরায় ছাত্র-ছাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হবে। কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ