নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনা শহরের জ্যাম নিয়ন্ত্রণে পুলিশের অকার্যকর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যান চলাচল বন্ধে অবশেষে মাঠে নেমেছে সেনাবাহিনী। আগামী এক সপ্তাহ পর্যন্ত জ্যাম নিয়ন্ত্রণে না এলে পৌর শহরে চলাচলকারী সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টা থেকে পৌর শহরের শহীদ মিনার মোড়ে ট্রাফিক পুলিশকে সাথে নিয়ে দিনব্যাপি অবৈধ যানবাহন চলাচল বন্ধে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর ই আহমেদ আল শাফী।
এ সময় পৌর সড়কে চলাচলকারী মোটরসাইকেল প্রাইভেটকার ও নির্ধারিত অটো ছাড়া অন্যান্য অবৈধ অটোরিক্সা, মোটরসাইকেল, ইজিবাইক আটক করা হয়।
নেত্রকোনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার উপস্থিত থেকে প্রথম ধাপে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেট বিহীন অবৈধ চালক ও যানবাহনের বিরুদ্ধে মামলা প্রয়োগ করেন।
উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, নেত্রকোনায় যানজট নিরসনে সেনাবাহিনী অভিযান শুরু করেছে।
এক দিন পর পর শিফট করে লাল সবুজ অটো চলাচল করার নির্দেশনা থাকলেও তা মানছে না চালকরা। সেই সাথে মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্র্রাইভিং ও লাইসেন্স বিহীন মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চালকদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। আগামী দিনে আরো কঠোর আইন প্রয়োগের মাধ্যমে যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ