নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নেত্রকোনা সদর, পূর্বধলা ও বারহাট্রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে বৃহস্পতিবার প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯টায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ প্রদান করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুমসহ নির্বাচন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মারুফ হাসান অভ্র হেলিকপ্টার প্রতীক এবং পূর্বধলা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন। একই প্রতীকে একাধিক প্রার্থীর মধ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি মেনে প্রচারনা চালিয়ে যাবার জন্য আহবান জানিয়েছেন।