নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্স অপসারণের দাবিতে মানববন্ধন করে ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করে। নার্সদের দাবি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্সিং সেবা নিয়োজিতদের ৪৮ঘন্টার ভিতরে অপসারণ করতে হবে।
২৮ আগষ্ট বুধবার নেত্রকোনা সদর হাসপাতাল থেকে নার্সিং ইনিষ্টিউটের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করে। তারা বলে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদে অবশ্যই একজন যোগ্য নার্স নিয়োগ দিতে হবে ,পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি সমমানের প্রজ্ঞাপন বাতিল করতে হবে,ভূয়া নার্স নির্মূলে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াফারি কাউন্সিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে প্রতি জেলায় সিভিল সার্জন, ডিপিএইচএন এবং তরুণ নার্স/শিক্ষার্থীদের নিয়ে সার্বজনিন মনিটরিং সেল গঠন করে বছরে অন্তত ২বার ঝটিকা অভিযানের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।