নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম প্রমুখ।