সোহেল রানা পাইকগাছা প্রতিনিধি :
মাছে ভাতে বাঙালি এ কথাটি আজ রূপকথার গল্পের মতন হয়ে যাচ্ছে,অধিক মুনাফার আশায় মিঠা পানির পরিবর্তে নদী থেকে নোনা পানি দিয়ে হচ্ছে বাগদা চিংড়ি চাষ।যার ফলে ধ্বংস হচ্ছে ধানের ফলন, নোনা থাকায় ধান চাষে ব্যাপক টাকা খরচ হয় তারপরেও অধিকাংশ ধান গাছ নষ্ট হয়ে যায়, যার ফলে, কৃষকেরা লাভবান হতে পারে না, অধিকাংশ সময় কৃষক পড়ে ক্ষতির মুখে, যার ফলে দেশে দেখা দেয় খাদ্যের ঘাটতি যদি নুনাপানের পরিবর্তে মিষ্টি পানি দিয়ে মাছ চাষ করা হয় তাহলে মাছের পাশাপাশি ধানের ফলন ও বৃদ্ধি পায় খাদ্যের ঘাটতি থেকে দেশ সচল হয়, সাধারণ মানুষের দাবী নদী থেকে নোনা পানি দিয়ে মাছ চাষ না করা হয়,যাতে করে ধান চাষীরা লাভবান হতে পারে। কৃষকের সরকারের কাছে দাবি। নদী থেকে নোনা পানি দিয়ে মাছ চাষ করা বন্ধ করার জন্য,ধানে মাছে এই দেশ গরবো সোনার বাংলাদেশ।