নুরুল কবির বিশেষ প্রতিনিধি
পটিয়ায় আওয়ামী লীগের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর গণসংযোগের খবরে ঝাড়ু নিয়ে তেড়ে গেলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদিকা ও সাবেক ইউপি সদস্য সাজেদা বেগম নেতৃত্বে ১০/১২ জনের একদল মহিলা। এ সময় প্রায় ৫শ গজ দূরে সামশুল হকের গাড়ী বহর ও গণসংযোগে আসা নেতাকর্মীরা গণসংযোগে ব্যস্ত ছিলেন। উপজেলার কচুয়াই ইউনিয়নের অলিরহাট এলাকায় আজ রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় স্থানীয়রা পক্ষে বিপক্ষে বেশ বিরূপ মন্তব্য করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা রাস্তায় হাতে ঝাড়ু নিয়ে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে সামনের দিকে তেড়ে যাচ্ছিল মহিলা আ.লীগ নেত্রী সাজেদা বেগমের নেতৃত্বে ১০/১২জন মহিলা। তবে এ সময় স্থানীয় ঈগল সমর্থকরা তাদেরকে কৌশলে তাড়িয়ে দেন এবং ঘটনাস্থলে প্রায় ১০/১২ মিনিট পর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী নারী পুরুষের বিপুল সংখ্যক উপস্থিতি নিয়ে ওই এলাকায় গণসংযোগ করেন।
পরে ঘটনাস্থল থেকে দেড়শ গজ দূরে তিনি অলির হাটে ঈগল প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এ বিষয়ে জানতে মহিলা আ.লীগ নেত্রী সাজেদা বেগমকে তার ব্যক্তিগত মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি সাংবাদিক পরিচয় দেয়ার সাথে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে অপর প্রান্ত থেকে ফোন কেটে দেন। পরে তাকে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয়রা জানায়, হুইপ সামশুল হক চৌধুরী গাড়ির বহর নিয়ে আজ রবিবার দুপুরে কচুয়াই ইউনিয়নে মহাসড়কের ভাইয়ার দীঘি পাড় হয়ে আজিমপুর অলিরহাটের দিকে তিনি বিপুল কর্মীসমর্থক নিয়ে ঈগল প্রতীকের প্রচারণার জন্য গণসংযোগ করছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যামে ভাইয়াল হওয়া ভিডিওতে দেখা গেছে, এ সময় অলির হাটের পাশে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা বেগমের নেতৃত্বে ঝাড়ু হাতে কিছু নারীরা আজিমপুর অলির হাট সড়কের উপর প্রায় কিছুক্ষণ ধরে গালিগালাজ করে হৈ চৈ করে ছোটাছুটি করে সামশুল হক চৌধুরীর গণসংযোগে বাঁধা দেওয়ার চেষ্টা করে।
জানতে চাইলে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী বলেন, তারা নিজেরা নিজেরা এগুলো করে ফেসবুকে দিয়েছে। আমাদের সাথে কিছুই হয়নি।
পটিয়া থানার ওসি তদন্ত মোহাম্মদ সোলাইমান জানান, বিষয়টি শুনেছি। খবর নিয়ে ব্যবস্থা করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ