মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার :
১০ডিসেম্বর পটুয়াখালী জেলায়
গলাচিপায় মাছ ব্যবসায়ী মোঃ মিরাজ হাওলাদারের(৩৫) এক দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গলাচিপা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উলানিয়ার সুতাবাড়িয়া নদীর ক্রেকিং বোট হতে। মৃত্যু মিরাজ রতনদী তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের জাকির হোসেনের পুত্র। মো: মিরাজ হাং মুন্না নামের একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মো: মিরাজ হাং সাগর থেকে মাছ ক্রয় করে বিভিন্ন ইউনিয়নের বাজারে মাছ বিক্রি করত। মঙ্গলবার দুপুরে মাছ বিক্রি শেষে উলানিয়া সুতাবাড়িয়া নদীতে ক্রেকিং বোটের ইঞ্জিন চালু করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবী, মিরাজের গলায় মাফলা ছিল, ইঞ্জিন চালু করার সময় হঠাৎ মাফলা পেচিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে থাকা হাসান সিকদার (৩৪) তা দেখে জ্ঞান হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর নদীর দুপারে উৎসুক লোকের সমাগম ও শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো: আসাদুর রহমান জানান, এটা দূর্ঘটনা। তাই আত্মীয় স্বজন ও স্থানীয় লোকদের সাথে আলোচনা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ