স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর জেলা গলাচিপায় কুয়েত প্রবাসী মো. মোস্তাফিজুর রহমান মফিজ পৈতৃক সম্পত্তি জবরদখল থেকে উদ্ধার করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন। বেলা ১১ টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এ সংবাদ সম্মেলন করা হয়। মোস্তাফিজুর গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হাই এর ছেলে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার দাদা মৃত আফাজ উদ্দিন আহম্মেদ পেশকারের সম্পত্তি দীর্ঘদিন যাবৎ তার চতুর্থ চাচা ডাক্তার মো. নুরুল ইসলামের তত্বাবধানে পরিচালিত হওয়ায় ওয়ারিশদের উক্ত সম্পত্তি হতে বঞ্চিত করেছেন এবং জবরদখল ভোগদখল করে আসছেন। তাই উক্ত সম্পত্তি বুঝে পাওয়ার জন্য গলাচিপা থানায় অভিযোগ করার পরও সে সম্পত্তি থেকে সে সহ অন্যান্য ওয়ারিশগণ বঞ্চিত। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জবরদখলকৃত জমি উদ্ধারে সুদৃষ্টি কামনা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম'র নব নির্বাচিত সভাপতি জসিম উদ্দিন আহমেদ এশিয়ান টেলিভিশন পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি ও দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান উদ্দিন জিকো বিজয় টেলিভিশন উপজেলা প্রতিনিধি, সাইদ এলাহি হাসান মাই টেলিভিশন উপজেলা প্রতিনিধি, সোহাগ রহমান মোহনা টেলিভিশন জেলা প্রতিনিধি ও যুগান্তর উপজেলা দক্ষিণ প্রতিনিধি, সায়েম আহমেদ সোহেল আনন্দ টেলিভিশন উপজেলা প্রতিনিধি, সাব্বির আহম্মেদ ইমন এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি, শিশির রঞ্জন হাওলাদার চ্যানেল টুএন্টি ওয়ান মোঃনুহু ইসলাম bbc news24
টেলিভিশন জেলা প্রতিনিধি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ প্রমুখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ