মোঃনুহু ইসলাম ট্রাফ রিপোর্টার:
০২ জানুয়ারি কোন প্রকার একাডেমিক প্রশিক্ষণ ছাড়াই জীবিকার তাগিদে নয় শখের বসে হরহামেশাই পিতা মানিক বিশ্বাসের বড় ছেড়ে তাইজুল বিশ্বাস (১৩) আঁটো নিজে সড়কে বের হওয়ার অভিযোগ উঠে। কানে হেডফোন দিয়ে গান শুনে গাড়ি চালায়ে যাচ্ছিলেন তাইজুল। হঠাৎ মায়ের সাথে থাকা শিশু দিগন্তর সামনে ব্রেক করলে ভয়পেয়ে লাফ দিয়ে গাড়ির চাকার নিচে চলে যায়।
তাৎক্ষণিক উদ্ধার করে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃতু হয়। অসর্তকতা ও একটি ভুলে একটি পরিবার হারিয়েছে শিশু পুত্র দিগন্তকে। নিজাম খান, তসলিম খানের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ তার ভাইয়ের ছেলে ফোন আলাপের মাধ্যমে সমঝোতা করেছেন জানালেন মৃত দিগন্তের বাবা দীপক।
শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া নামক স্থান এ দূর্ঘটনাটি ঘটে। হিন্দু সম্প্রদায়ের গরীব পরিবার হওয়ায় স্থানীয় প্রভাব খাটিয়ে মিমাংসা করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। তাইজুল বিশ্বাস উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং নিহত দিগন্ত উক্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
মুঠোফোনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে মিলমিশের সক্ষতা নিয়ে জানতে চাইলে তিনি প্রথমে উত্তেজিত হয়ে যায়। পরে এলাকাবাসীর ও দু’জন পুলিশের উপস্থিতিতে মিলমিশের বিষয়টি স্বীকার করেন। এছাড়া এ বিষয়ে তার কোন মন্তব্য নেই বলে জানান।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, মৃত শিশু দিগন্তের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেন। সড়ল পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।