পটুয়াখালী( দশমিনা প্রতিনিধি )
পটুয়াখালী দশমিনা উপজেলা সদর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে বাসিন্দা মোহাম্মদ বাবলু হাওলাদার এর দুই ছেলে ।বড় ছেলে মুহাম্মদ সিদ্দিকুর রহমান সে তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল বয়স ১১ তার মা ওকে নিয়ে বাজারে চুল কাটতে যায় । চুল কাটিয়া আসার সময় রোজ, শনিবার বেলা ১১ঃ৩০ মিনিটের সময় তার নিজ বাড়ি হাওলাদার বাড়ির পাশাপাশি অবস্থানে হঠাৎ বৃষ্টির হয় ,এরই সাথে হঠাৎ করে বজ্রপাত হয় তখন তার মার হাত ধরে আসে । হঠাৎ করে তার ছেলে পিছনে পড়ে যায় তখন তার পাশে বজ্রপাত হয় ।ওই বজ্রপাত হওয়ার ফলে সে অজ্ঞান হয়ে যায় ও তার মাও পড়ে যায়। তখন তার মা পিছনে ফিরে দেখে তার ছেলে পড়ে গিয়েছে চিৎকার করে মানুষকে নিয়ে তখন তার মা তাকে নিয়ে হাসপাতালে যায় । দশমিনা হসপিটালের চিকিৎসক আবু বক্কর সিদ্দিকীরে দেখে মৃত ঘোষণা করে । অতঃপর হসপিটাল থেকে তার বাবা বাবলু হাওলাদার ও মা ,আত্মীয় সজনরা নিয়ে নিজ বাড়িতে যায় । দশমিনা দুই নাম্বার ওয়ার্ডে হাওলাদার বাড়িতে পড়ে শোকের ছায়া । বিকাল আসর বাদ আবু বক্কার সিদ্দিকীর জানার নামাজ ও দাফন-কাপন তার নিজ বাড়িতে শেষ হয় ।