সিনিয়র স্টাফ রিপোর্টার-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১( সদর,দুমকী,মির্জাগঞ্জ) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের একমাত্র প্রার্থী বাংলাদেশ বাউল সমিতি পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি, আহলে বায়াত সমর্থক পরিষদ পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি, প্রবীণ বাউল শিল্পী ও বাংলাদেশ তরিকত ফেডারেশন পটুয়াখালী জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান চিস্তি। তিনি পটুয়াখালী ১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রত্যাশা করেছেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন আমি জনগণের সুখে-দুঃখে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমার দল আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আশাবাদী জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমাকে মনোনয়ন দেয়ায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি আওলাদে রাসূল সাঃ শাহজাদায়ে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করি নির্বাচন সুষ্ঠ ও সুশৃঙ্খল হবে এবং ফুলের মালা এ আসনে জয় লাভ করবে।