মাসুম ভুইয়া নরসিংদী প্রতিনিধিঃ
শুরু হওয়া পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জনাব:হারুন অর রশিদ খান, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বলেছেন মুসলমান জাতির ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে। পবিত্র রমজান উপলক্ষে আমি পলাশবাসী সহ দেশের মুসলিম উম্মাহকে আন্তরিক জেস্ব মোবারক্তবদ্ধ জানাচ্ছি সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, রমজান
মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। তিনি পলাশ শহরের সকল পর্যায়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানে কম মুনাফায় দ্রব্যমূল্য বিক্রয়, ফরমালিন মিশ্রিত ফলমূল বিক্রয় থেকে বিরত থাকা, খাদ্যে ভেজাল না মেশানো ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখলে ইহকাল ও পরকালে অশেষ সওয়াব হাসিল করা যায়।
হারুন অর রশিদ খান বলেন, যানজট সৃষ্টি, অবৈধ গাড়ি পার্কিং করে জনসাধারনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।এবং ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করার জন্য স্বাভিদের বৃদ্ধিকরণে অান্ত তিনি সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে আরো বলেন, অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি।
তিনি ইহকাল ও পরকালের কল্যাণে মুসলমানদের রোজা পালন এবং এর পবিত্রতা বজায় রাখার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান।
পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই। প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন, নেক আমল, রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে রোজা পালনের তওফিক দান করুন। সবাইকে মাহে রমজানে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।