কাইথাং খুমী থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলাধীন থানচি উপজেলা তিন্দু ও রেমাক্রী ভ্রমণের পযর্টকদের বিশেষ আকর্ষণীয় স্থান বন্ধক রাজার পাথর। কেউ কেউ বন্ধক পাথর বলে থাকে তবে বাংলার উচ্চারণের রাজা পাথর বলে পরিচিতি সবার। বান্দরবান জেলা হতে থানচি হয়ে আনুমানিক একশত কিলোমিটার দূরে মায়ানমার সিমান্ত অবকাশে অবস্থিত এ'র স্থান একমাত্র নৌ-পথ। বান্দরবান জেলায় মোট ৭টি উপজেলা মধ্যে থানচি বৃহত্তম।
প্রাকৃতিক সৌন্দর্য্যের নীলা ভূমি অপরুপ দৃশ্যমান কারণ, শুধুই তা নয় রয়েছে নানান জাতি জনগোষ্ঠীকে সম্প্রীতিময় বসবাস, রয়েছে নানান বৈচিত্র্যময়। প্রাকৃতিক সৌন্দর্য্যের ভিতর বৈচিত্র্যময় উপভোগ করতে আসে যায় নিয়মে অনিয়মে হাজার পযর্টক।
এ ছাড়াও রয়েছে পযর্টকদের বিশেষ আকৃষ্ট আকর্ষণীয় স্থান তিন্দু কুমারী ঝর্না, লাংলুক ঝর্ণা, ও রেমাক্রী শৈল প্রপাত, নাফাখুম, আমিয়া খুম, সাতভাই খুম, বাদুড় গুহায়, লিক্রী ঝর্ণা ও বড় মদক ঝুলন্ত ব্রিশ, আন্ডার মানিক বাদুড় গর্ত।
১নং রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুইশৈথুই মারমা (রনি) বলেন আমার ইউনিয়ন যোগাযোগ নেটওয়ার্ক বিহীন দুর্গম হলেও রয়েছে আকৃষ্ট বিশেষ গুরুত্বপূর্ণ আকর্ষণীয় পযর্টন কেন্দ্র স্থান।
এলাকায় স্থানগুলি আকর্ষণীয় আকৃষ্ট হলেও যোগাযোগের ব্যবস্থা নেটওয়ার্ক বিহীন দুর্গম হওয়াতে সারা বিশ্বের কাছে অপরিচিত। তিনি আরও বলেন তবে যোগাযোগের পথ ব্যবস্থা সহ যত সম্ভব প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ উদ্যোগের ভ্রমণকারী পযর্টকদের সুবিধার্থের পযর্টন কেন্দ্র নির্মাণের নিশ্চিতকরণ ভিত্তিক স্থাপন সহ সব কাজে প্রক্রিয়াধীন আছে। এ সব কাজ সম্পন্ন হলে পযর্টক ভ্রমণের আরও সমৃদ্ধির বাড়বে। এবং এলাকায় স্থানীয় মানুষের নতুন স্বপ্নেদ্রষ্টার ভাগ্যের পরিবর্তন ঘটবে এমনই প্রতিশ্রুতি দেন তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ