স্টাফ রিপোর্টার:
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা বিকাল ৪ ঘটিকায় শুরু হয়। সংস্থার কেন্দ্রীয় কার্যালয় ৮৫ /এ, আরামবাগ, মতিঝিলে। সংস্থার কার্যকরী পরিষদের সদস্যগন উক্ত সভায় উপস্থিত ছিলেন। সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল খায়ের সাহেব অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সাংবাদিক দেলোয়ার হোসেন ভুঁইয়াকে সঞ্চালনার দায়িত্ব প্রদান করেন। পরে তিনি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্র শুরু করেন, পবিত্র কোরআনেপাক তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম।
তারপর সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো : মুক্তার আহমেদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বার্ষিক রিপোর্ট সবার সামনে তুলে ধরেন।সভাপতির সম্মতিক্রমে বার্ষিক আলোচ্যসূচি পেশ করেন। ১.তহবিল সংগ্রহ ২. সংস্থার নামে ব্যাংক একাউন্ট খোলা ৩.নতুন করে উপদেষ্টা কমিটির সদস্য বাড়ানো ৪. প্রতি জেলায় নতুন কমিটি অনুমোদন ৫. কার্যকরী পরিষদের সদস্যদের চাদার পরিমাণ বাড়ানো ৬. অফিসের সরঞ্জাম ক্রয় ৭. অফিসের জন্য একজন ম্যানেজার নিয়োগ ৮. বিবিধ, উক্ত আলোচ্য সূচির উপর সবাই সম্মতি প্রকাশ করেন।
উক্ত আলোচ্যসূচি বিষয়ে কথা বলতে গিয়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জুবায়েরুল ইসলাম বলেন সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে এবং সংগঠনকে ত্বরান্বিত করতে হলে উক্ত আলোচ্য সূচি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং সকল সদস্যকে উদ্যমী হয়ে, নির্ভীক, সততার সাথে কাজ করতে হবে, তাহলে উক্ত সংস্থা সামনের দিকে এগিয়ে যাবে পৃথিবীতে এক নজীর স্থাপন করবে ।
পরবর্তীতে সভাপতি উক্ত আলোচ্য সূচি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন সকলে এক হয়ে অভিন্ন প্রত্যয়ে কাজ করলে সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা হবে। আমি চাই আমাদের সংস্থার মাধ্যমে সমাজের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা হবে, সংস্থার সকল সদস্য মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতায় করবেন ও মানবিক কাজ করবেন এটাই আপনাদের কাছে আমার আশা এবং প্রত্যাশা।
পরিশেষে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ