রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়িতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে অবৈধভাবে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগ ইউপি সদস্য খন্দকার নুরে আলম সিদ্দিকের বিরুদ্ধে।
খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং ৭ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করেন। নোটিশ প্রদানের ২ মাস পেরিয়ে গেলেও এখনো স্থাপনা সরিয়ে নেননি ইউপি সদস্য খন্দকার নুরে আলম সিদ্দিক।
এ বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দায়ের করেছেন পাশ্বের জমির মালিক শহিদুল ইসলাম ও বিজয় চন্দ্র।
অভিযোগে জানা গেছে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন হোসেনপুর ইউনিয়নের ৩ নং ওয়াডের চেরেঙ্গা মৌজায় সাবেক দাগ নং -১২৭ /১২৮ উপ প্রকপ্লের আওতায় করতোয়া বন্যা নিয়ন্ত্রণ উপ-এলএ কেস নং-8/388০-৯১ মূলে ভূমি অধিগ্রহণ করা হয়। অভিযোগের ভিত্তিতে গত ৭ নভেম্বর/২৩ সরেজমিন তদন্ত পূর্বক অবৈধভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর পাকা স্থাপনা নির্মাণকৃত স্থাপনা সরানোর নোটশ প্রদান করেন পাউবো । নোটিশ প্রদানের দুই মাস পেরিয়ে গেলেও অবৈধ স্থাপনা এখনো সরানো হয়নি। দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে পাউবো জায়গা দখল মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, বিষয়টি শুনেছি, পাউবোকে অবগত করবো ও তদন্ত পূর্বক জরুরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ইউপি সদস্য খন্দকার নুরে আলম সিদ্দিক বলেন, বাধ আমার জমির উপর দিয়ে করা হয়েছে, আমার নামে আরএস সিএস ও আমার নামে খারিজ আছে। যদি পাউবো জমি অধিকরণ করে থাকে সঠিক কাগজপত্র দেখালে আমি স্থাপনা সরিয়ে নিব,
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ